বাগমারায় চ্যানেল এস টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশ : 2026-01-31 17:45:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগমারায় চ্যানেল এস টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজশাহীর বাগমারায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চ্যানেল চ্যানেল এস’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সব কথা, সবার কথা এই প্রতিপাদ্যকে সামনে রেখে  চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার সময় বাগমারা প্রেসক্লাবে চ্যানেল এস’ এর বাগমারা প্রতিনিধি নুর কুতবুল আলমের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে সভায় সভাপতিত্ব করেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ। প্রধান অতিথি ছিলেন ভব্নীগঞ্জ দলিল লেখক সমিতির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন মহুরি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনের সঞ্চালনায় এসময় সভায় বক্তব্য রাখেন প্রথম আলো’র বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ, চ্যানেল এস প্রতিনিধি নুর কুতুবুল আলম, তারেক জিয়ার প্রজন্ম দলের বাগমারা উপজেলা সভাপতি নাসির উদ্দীন,ওলামা দলের জেলা সদস্য মকলেছুর রহমান মুকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ, সজীব খান শিমুলসহ বাগমারা প্রেসক্লাবের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।