বাউল
প্রকাশ : 2021-09-07 10:42:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সুনীল শর্মাচার্য
________
কুন্দ ফোটা বনের ধারে
কচি ধানের শ্যামল ক্ষেতে
একতারাটা হাতে,
আপন ভোলা আত্ম-রথে
বাউল চলে গাঁয়ের পথে
সন্ধ্যা কিংবা রাতে!
দূর্বা ঘাসের সবুজ আসন
দোয়েল শ্যামার মধুর ভাষণ
জ্যোৎস্না ঝরা রাতি,
বাউল বাজায় একতারাটা
স্বপ্ন ভুলে সব হারাটা
ছড়ায় ত্যাগের ভাতি!
একতারা গায় আগমনী
নাচায় যে প্রাণ বাউল গুণী;
আজো সেই সুরের ধ্বনি
বাউল মেলায় বাজে,
সহজিয়া প্রেমের টানে
ঘর ছেড়েছে আপন গানে
কি জানি কোন্ কাজে!