বাংলাদেশ সফরে আসা আফগান দলের সব ক্রিকেটার করোনা মুক্ত

প্রকাশ : 2022-02-17 11:37:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাংলাদেশ সফরে আসা আফগান দলের সব ক্রিকেটার করোনা মুক্ত

বাংলাদেশ সফরে আসা আফগানিস্তান দলের নতুন করে করোনা টেস্টে সবার রেজাল্ট নেগেটিভ এসেছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

দলটি গত ১২ ফেব্রুয়ারি থেকে সিলেটে অনুশীলন করছে। এর মধ্যে করোনার রুটিন টেস্টে তাদের বেশ কয়েকজন ক্রিকেটারের করোনা পজিটিভ আসে। তবে নতুনভাবে করা টেস্টে তাদের সবার করোনা নেগেটিভ এসেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল জানান, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) নিজেদের মধ্যে ভাগ হয়ে তারা একটি ম্যাচ খেলবে।

তিন ওয়ানডে এবং দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে গত শনিবার ঢাকায় পা রাখে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। পরের দিন সিলেটে গিয়ে একদিন কোয়ারেন্টিন পালন করে তারা। সোমবার সেখানে অনুশীলন ক্যাম্প শুরু করে আফগানরা। এরই মধ্যে তাদের করোনা পরীক্ষা করা হয়।

আফগানরা সিলেট থেকে সরাসরি চট্টগ্রামে চলে যাবে। সেখানে ২৩ ফেব্রুয়ারি ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় ওডিআই হবে বন্দরনগরীতেই যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। এরপর ঢাকায় আসবে আফগানিস্তান। এখানে আগামী ৩ ও ৫ মার্চ টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। এই দুই ফরম্যাটের জন্যই দল ঘোষণা করেছে আফগানরা।