বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স ইউনিটির ফ্যামিলিডে অনুষ্ঠিত

প্রকাশ : 2022-03-11 19:15:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স ইউনিটির ফ্যামিলিডে অনুষ্ঠিত

আজ শুক্রবার(১১ মার্চ) মুন্সীগঞ্জের সিরাজদিখানের  কেয়াইন ইউনিয়নের নিমতলী হাউজিং  রিসোর্টে ফ্যামিলিডে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আবু সালেহ আকন্দ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান,ক্র্যাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির টিপু,সিনিয়র সাংবাদিক আবু আশরাফ আকন্দ ও সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুক্তার হোসেন ফ্যামিলি ডে অনুষ্ঠানের খেলাধুলা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 আলোচনায় সভায় বক্তারা বলেন,বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স ইউনিটি স্বল্প সময়ে ফ্যামিলিডের আয়োজন করা বক্তারা কৃতজ্ঞতা প্রকাশ করে,বলেন বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স ইউনিটি সারাদেশের মানুষের আশা-আকাক্সখার বাস্তবায়ন করবে এই সংগঠনটি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অনবদ্য ভূমিকা রাখবে।বাংলাদেশের সকল সাংবাদিকদের জনগণের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহবান জানান তিনি। স্বল্প সময়ের মধ্যে আড়ম্বরপূর্ণ একটি অনুষ্ঠানে উপহার দেওয়ায় বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তিনি। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য মোঃ জাকির হোসেন,ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জেসমিন জুঁই,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক এছাড়া নিমতলী হাউজিং লিমিটেড সদস্যদের এই আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করেন অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করা হয়,অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয় নিমতলী হাউসিং লিমিটেডের চেয়ারম্যান নাসির উদ্দিন খান বুলবুল প্রতিষ্ঠান তীর ডিরেক্টর ও প্রধান মার্কেটিং অফিসার ইউসুফ আহমেদ সুমন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মাসুদ হাসান এছাড়া বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মিন্টু কে সাড়ক সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী আশরাফ মেহেরুন্নেসা সদস্যদের পরিবারের শিশুদের খেলাধুলার আয়োজন ৬ জন শিশুকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এছাড়াা সকল সদস্যদের জন্য কমন গিফটের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপহার তুলে দেন সংগঠনের সভাপতি মুক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মিন্টু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক কাওসার মাহমুদ । এছাড়া সংগঠনটি বিভিন্নভাবে সহযোগিতা করেন  সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।