বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠিত

প্রকাশ : 2024-08-14 17:37:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠিত

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার এক প্রতিনিধি সভা আজ ১৪ আগস্ট বুধবার অপরাহ্নে দিলকুশাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস এম জামাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় মহাসচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তাগণ বলেন, ক্ষমতার অপব্যবহার ও কর্তৃত্ববাদী শাসনের কারণে গত একযুগেরও বেশী সময় ধরে বাংলাদেশে মানবাধিকার ও সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে অধিকার বাধাগ্রস্ত হয়েছে। ক্ষমতার অপব্যবহার সাময়িকভাবে কখনো কখনো ক্ষমতাবানকে লাভবান করলেও চূড়ান্ত বিবেচনায় ক্ষতি করে। এটি বাস্তব সত্য, ইতিহাসের সত্য। ক্ষমতার উম্মাতাল হাওয়ায় যাদের ভাসতে দেখেছি শেষ পর্যন্ত তাদের শোচনীয় পরাজয় ও পতনও দেখেছি। আমাদের দেশে বিগত সময়ে সরকার ন্যায়নুগ না হওয়ায় অনিবার্যভাবে তার পরাজয় ও পতন হয়েছে। সভায় বলা হয়, কোটা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এই আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়। যা পৃথিবীর ইতিহাসে নজির হয়ে রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎ বরণকারী আবু সাঈদ সহ যে সকল ছাত্র—জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা জাতিসংঘ সার্বজনীন মানবাধিকার সনদ এবং বাংলাদেশের সংবিধানের সন্নিবেশিত সকল মৌলিক ও মানবাধিকার যথাযথভাবে ভোগ করার জন্য সুযোগ দিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানান ।

সভায় গৃহীত এক প্রস্তাবে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা হিসেবে একজন অভিজ্ঞ, সৎ ও আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন বা সংস্থার সাথে সম্পৃক্ত ছিলেন সে রকম একজনকে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার জাতীয় কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা হলেন, ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত। সভাপতি লেখক গবেষক ও প্রবীণ সাংবাদিক এস এম জামাল উদ্দিন, মহাসচিব লেখক ও গবেষক আবু বকর সিদ্দিক। এছাড়া এই জাতীয় কমিটিতে বিভিন্ন পদে কর্মকর্তা সহ মোট ৫১ জন রয়েছে। সভায় গৃহীত অপর এক প্রস্তাবে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সাথে সাক্ষাতের সিদ্ধান্ত নেওয়া হয়।