বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি রংপুর জেলা শাখার বর্ধিত সভা
প্রকাশ : 2022-07-24 10:10:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি রংপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রংপুরের স্থানীয় আহার হোটেলে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবনির্বাচিত কমিটি ২০২২-২০২৪ এর নিকট দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আমির আজম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মজিদ, মোস্তাফিজুর রহমান, শাহ হাবিবুর রহমান, সাহেদ হোসেন, সাধারণ সম্পাদক এ কে এম রেজাউল করিম, অতিঃ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ সরকার, মোশারফ হোসেন, মোজাক্কের হোসেন, শহিদুল ইসলাম ফিরোজ, কোষাধ্যক্ষ শ্যামল সরকার, সদস্য তালিমুল ইসলাম, তপন কুমার ঢালী, দুলাল সরকার, ফারুক হোসেন, মোস্তাকুজ্জামান, মোছাদ্দেক হোসেন খন্দকার, মোশাররফ হোসেন মিলন, সারওয়ার আলম মুকুল প্রমূখ। সভায় নবনির্বাচিত কমিটি আগামীতে জেলা শাখার জন্য জমি ক্রয় করে ভবন নির্মানসহ নানা প্রতিশ্রুতি প্রদান করেন।