বাংলাদেশ থেকে ইতালিতে আবারও প্রবেশে নিষেধাজ্ঞা
প্রকাশ : 2021-04-29 21:13:11১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ থেকে যাওয়া ভ্রমণকারীদের ইতালিতে প্রবেশে আবারও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এশিয়ার দেশগুলো থেকে সেখানে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। গত বছরও বাংলাদেশিদের জন্য এমন নিষেধাজ্ঞা জারি করেছিল ইতালি সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় বুধবার ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। বিবৃতির তথ্য অনুযায়ী, দেশটির স্বাস্থ্যমন্ত্রী একটি নির্বাহী আদেশে সই করেছেন। এর আওতায় গত ১৪ দিনে বাংলাদেশে অবস্থান করেছে কিংবা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেছে, এমন ভ্রমণকারীরা কোনো সীমান্ত পয়েন্ট দিয়ে ইতালিতে প্রবেশ করতে পারবেন না।
গত সপ্তাহে ভারতীয়দের জন্য একই রকম নিষেধাজ্ঞা জারি করে ইতালি সরকার। মূলত ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোয় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আগাম সতর্কতার অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে ইতালি।
করোনা সংক্রমণের ভয়ে এর আগেও একবার বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের জন্য সীমান্ত বন্ধ করেছিল ইতালি। গত বছর যখন করোনার প্রথম ঢেউয়ের ধাক্কায় ইউরোপ টালমাটাল, তখন দীর্ঘদিন দেশটিতে যাত্রীবাহী উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। অবশেষে ৭ জুলাই ভাড়া করা বিশেষ উড়োজাহাজে করে ইতালি যান প্রবাসী বাংলাদেশিরা। সেখানে পৌঁছানোর পর ৭৫ জনের করোনা শনাক্ত হয়।
এরপর বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ইতালি। পরে কয়েক দফায় এর মেয়াদ বাড়ায় দেশটি। অবশেষে ১৪ অক্টোবর বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।