বাংলাদেশ ইউনানি ডক্টর'স সোসাইটির মাদারীপুর জেলা কমিটি গঠন
প্রকাশ : 2022-03-25 18:46:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

মাদারীপুরের শুক্রবার শিবচরের ৭১ চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ ইউনানি ডক্টর'স সোসাইটির সাধারণ ষভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় হাকীম মোহাম্মদ গিয়াস উদ্দিন মৃধ কে সভাপতি এবং হাকীম মোঃ- নাসির উদ্দিন খা কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাকীম মোঃ রেজাউল করিম,বিশেষ অতিথি ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক ডা,হাকীম মোঃ-মাহাবুবুর রহমান সুজন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল,হাকীম মোঃ দলিল উদ্দিন প্রমূখ।
কমিটির অন্যান্যরা হচ্ছেন সহসভাপতি হাকীম মনির হোসেন,হাকীম তানিয়া সুলতানা,হাকীম সাইফুল ইসিলাম,যুগ্ন সাধারণ সম্পাদক হাকীম মামুন মুন্সি, সাংগঠনিক সম্পাদক হাকীম জাকির হাসান,অর্থ সম্পাদক হাকিম মোঃ- বেলায়েত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাকীম মোঃ- মাহাবুব ফরাজী, শিক্ষা ও গবেষণা সম্পাদক হাকীম মোঃ-মাসুম বিল্লাহ, ক্রীড়াা ও সাংস্কৃতিক সম্পাদক হাকীম মোঃ- ফারুক,মহিলা সম্পাদক হাকীম মোসাঃ-রহিমা বেগম,দপ্তর সম্পাদক হাকীম মোঃ- বরকত উল্লাহ, কার্য়করী সদস্যরা হলেন- হাকীম মোঃ- আলমগীর হোসেন,হাকীম মোঃ- ইলিয়াছ, হাকীম মোঃ- স্বপন, হাকীম আবুল কালাম সরদার,হাকীম মোঃ- দবির শেখ, হাকীম মিসেস নার্গিস আক্তার।