বাংলাদেশে বিভিন্ন স্থানে ঐতিহাসিক ৭মার্চ পালিত
প্রকাশ : 2023-03-07 17:04:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জ সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীসহ নানা কর্মসূচি পালন করা হয়। আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলা প্রশাসন, সংসদ সদস্যের প্রতিনিধি, উপজেলা পরিষদ, সিরাজদিখান থানা, উপজেলা আওয়ামী লীগ, সাথী সমাজকল্যান সংস্থা,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব,পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ হতে উপজেলা বর্ধিত অংশে অবস্থিত কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম তানভীর, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা, ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ। পরে উপজেলা পরিষদে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চ দিবসে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নন্দীগ্রাম উপজেলা ইউনিট কমান্ডসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রায়হানুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সহসভাপতি শফিউল আলম ছবি, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নন্দীগ্রাম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গিরিশ চন্দ্র রায় ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম।
বগুড়া শিবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, আওয়ামিলীগ ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শহীদ হাফিজুর রহমান অডিটরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা । উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম দুদু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা পঃপঃ তকরক নাথ কুন্ডু সহ বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যম কর্মী, স্থানীয় আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কাউনিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ গত মঙ্গলবার পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, গুরুত্বপূর্ন স্থাপনা ও স্থান সমূহে আলোকসজ্জা, চিত্রাংকন, রচনা, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ৭মার্চেও ভাষন প্রতিযোগিতা, ৭মার্চের ভাষন বহুল প্রচার, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা, দোয়া মাহফিল, সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। সকালে প্রথমে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া ও নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস। এর পর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, থানা প্রশাসনের পক্ষ থেকে থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, এরপর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে। বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন কালে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিঞ্চিতা রহমান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামন জেমি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী শিউলি রিচিল, তথ্য সেবা কর্মকর্তা আকতার জাহান প্রমূখ। বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।