বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আহ্বান ইমরান খানের

প্রকাশ : 2021-03-26 19:44:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আহ্বান ইমরান খানের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান।

১০ দিনব্যাপী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের সমাপনী দিনে ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ইমরান খান বলেন, শেখ মুজিবুর রহমানের প্রতি আপনার ও বাংলাদেশের জনগণের যে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে তা শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, ‘আসুন দুই দেশের জনগণের উন্নত ভবিষ্যৎ গড়তে আরও ঘনিষ্ঠ বন্ধন গড়ি। দুই দেশের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং স্বার্থে মিল রয়েছে। আঞ্চলিক শান্তি, নিরাপত্তার স্বার্থে দ্বিপাক্ষিক বন্ধন আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও ভিডিও বাতায় শুভেচ্ছা জানান, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।