বাঁশ দিয়ে সড়ক সংস্কার কাজে, ব্যাপক অনিয়মের অভিযোগ

প্রকাশ : 2025-09-30 12:08:00১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাঁশ দিয়ে সড়ক সংস্কার কাজে, ব্যাপক অনিয়মের অভিযোগ

কাউনিয়া উপজেলার সবচেয়ে বেশী রাজস্ব আয়ের টেপামধুপর হাট সেই হাটে যাওয়ার রাস্তা সংস্কার কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ না করতেই রাস্তার পাশ থেকে মাটি সরে যাচ্ছে। অপরিকল্পিত বাঁশ দিয়ে গাইডওয়াল দেয়ায় গাড়ির চাকা ডেবে গিয়ে অল্পের জন্য রক্ষা পেল কাভাটভ্যান চালক। ৫ কোটি টাকার সড়ক সংস্কারে কর্তৃপক্ষের নজর নেই।
সরেজমিনে গিয়ে জানাগেছে ৫ কোটি টাকার সড়ক সংস্কারে নানা অনিয়মে এলাকাবাসী গত শুক্রবার বিকালে ধর্মঘট করে। এরপর কর্তৃপক্ষ নরেচরে বসলেও কাজের কাজ কিছুই হয়নি। কাউনিয়া বালিকা বিদ্যালয় মোড় থেকে টেপামধুপুরহাট পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকা। এলাকাবাসীর অভিযোগ চলমান এ কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতি লক্ষ্য করা গেছে। তাদের অভিযোগ, রাস্তার পাশে পুকুর ডোবা এবং খারাকাচার থাকায় পাকা গাইড না দিয়ে কোথাও কোথাও বাঁশ দিয়ে গাইডওয়াল নির্মাণ করায় গাড়ির চাপে রাস্তার মাটি ধসে পুকুরে নেমে যাচ্ছে। সোমবার দুপুরে রাস্তার মাটি ধসে একটি কাভাডভ্যান চালক অল্পের জন্য রক্ষা পেয়েছেন। ইতোমধ্যে কাজ শেষ না হতেই রাস্তার কয়েকটি অংশ ভেঙ্গে পড়েছে। এমন পরিস্থিতি এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেছে। নিম্নমানের কাজ ও কর্তৃপক্ষে গাফিলতির কারণে কোটি কোটি টাকার প্রকল্প ভেস্তে যাচ্ছে। পাকা গাইডওয়াল ছারা নিম্মানের কাজ এর বিষয়ে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনিরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে তারপর বক্তব্য দিতে পারব। টেপামধুপুর ইউনিয়নবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সঠিক তদারকি ও মানসম্মত কাজের দাবি জানিয়েছেন।