বসতবাড়ি থেকে ৪৭টি গাঁজা গাছ উদ্ধার, মালিক গ্রেপ্তার

প্রকাশ : 2022-05-01 20:34:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বসতবাড়ি থেকে ৪৭টি গাঁজা গাছ উদ্ধার, মালিক গ্রেপ্তার

এক বাড়ি থেকে ৪৭টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। বাগেরহাটের চিতলমারীর এক বসতবাড়ি থেকে ৪৭টি গাঁজা গাছসহ আনু মাঝিকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে চিতলমারীর উত্তর লড়ারকুল এলাকার আনু মাঝির বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব গাছ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আনু মাঝি উত্তর লড়ারকুল এলাকার মৃত আ. মজিদ মাঝির ছেলে। 

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনু মাঝির বসতবাড়ির বিভিন্ন স্থানে চাষ করা ৪৭টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ বিষয়ে চিতলমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।