বর্ষবরণে মুখোশ না পরার অনুরোধ, শেষ করতে হবে দুপুর ২টায়: ডিএমপি

প্রকাশ : 2022-04-12 14:29:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বর্ষবরণে মুখোশ না পরার অনুরোধ, শেষ করতে হবে দুপুর ২টায়: ডিএমপি

পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রায় বাইরে মানুষ অংশগ্রহণ করতে পারবে না। সেই সঙ্গে মুখোশ না পরার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনার বটমূলে বাংলা নববর্ষ ১৪২৯ বরণ উপলক্ষে নিরাপত্তা বিষয়ক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে রাজধানীতে। রমনার বটমূলে প্রবেশে চেকপোস্ট থাকবে। চেকপোস্টে চেক না করে কাউকে ঢুকতে দেওয়া হবে না। কোনো যানবাহন এ এলাকায় চলবে না। রমনা এলাকায় ডগ স্কোয়াড সুইপিং করেছে, সন্ধ্যায় করা হবে এবং আগামীকালও করা হবে। পুরো চত্বরে সিসিটিভি থাকবে।

ইভটিজিং রোধে ডিএমপি কমিশনার বলেন, সাদা পোশাকে পুলিশের উল্লেখযোগ্য সদস্য সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকবে।

তিনি আরও বলেন, রমনা বটমূল ও এর আশপাশ এলাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠান বেলা দুইটার মধ্যে শেষ করতে হবে। দুপুর একটার মধ্যে কাউকে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।