বর্নাঢ্য আয়োজনে ডিজিটাল সেন্টারের এক যুগ পূর্তি উদযাপন
প্রকাশ : 2022-11-11 19:06:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বর্নাঢ্য আয়োজনে বাগেরহাটে ডিজিটাল সেন্টারের এক যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কেটে এক যুগ পূর্তি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিনুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মো. রিজাউল করীম, প্রোগ্রামার শফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আসাদুজ্জামান, সাংবাদিক বাবুল সরদার, আলী আকবর টুটুল, উদ্যোক্তা তিন্নি আকতার, রবিউল ইসলাম, সনিয়া আকতার, সোহেল আহম্মেদ প্রমুখ।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, 'ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি ইউনিয়নের ডিজিটাল উদ্যোক্তাগণ মাঠ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সহযোগিতায় গ্রাম পর্যায়ে সরকারের বিভিন্ন সরকারি সেবাসমূহ খুব সহজে, কম খরচে ও দ্রুততম সময়ের মাধ্যমে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। কোন মানুষ সেবা নিতে এসে যাতে কষ্ট ও ভোগান্তির শিকার না হয় সেদিকে নজর দিয়ে কাজ করতে উদ্যোক্তাদের প্রতি আহবান জানান তিনি।