বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে মুন্সিগঞ্জে বর্ষবরণ উদযাপিত 

প্রকাশ : 2022-04-14 16:41:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে মুন্সিগঞ্জে বর্ষবরণ উদযাপিত 

মুন্সিগঞ্জে আজ (বুধবার)  বাঙ্গালির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের প্রদর্শনীর মাধ্যমে মঙ্গল শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষের ১৪২৯ সনের বর্ষবরণ উদযাপন হয়েছে। 

মঙ্গল শোভাযাত্রায় রঙ-বেরঙের পোশাকে বিভিন্ন  সাজে সজ্জ্বিত হয়ে শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ মাধ্যমে সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। 

মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুই দিন ব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায় প্রমুখ।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।