'বর্ডার'র একঝলক প্রকাশ্যে (ভিডিও)
প্রকাশ : 2022-08-17 11:34:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সীমান্তবর্তী এলাকার মানুষদের জীবনযাপন, সংগ্রাম, সংঘাত নিয়ে সৈকত নাসির নির্মাণ করেছেন ‘বর্ডার’। ছবিটির টিজার প্রকাশ করা হয়েছে ১৬ আগস্ট। ছবিটি মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর। এর আগে ছবির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছিল।
পরিচালক সৈকত নাসির বলেন, ‘সীমান্তে চোরাচালানকে ঘিরে গড়ে ওঠে বেশকিছু গ্যাং। আবার তাদের মাঝে ঘটে নানান ঘাত, প্রতিঘাত, সংঘাত। সীমান্তবর্তী এলাকার এমন কিছু মানুষের জীবনচক্র নিয়ে নির্মিত হয়েছে ‘বর্ডার’।
জানা গেছে, ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন আশীষ খন্দকার, সুমন ফারুক, সাঞ্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ অনেকে। ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটির গল্প লিখেছেন আসাদ জামান। পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া।