বরগুনায় স্ত্রী হত্যা মামলায় তিনজনের ফাঁসির দণ্ড

প্রকাশ : 2025-10-07 18:52:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বরগুনায় স্ত্রী হত্যা মামলায় তিনজনের ফাঁসির দণ্ড

বরগুনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার অভিযোগে স্বামী, সতীন ও মেয়ের জামাতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ বেগম লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা সকলেই আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মাজেদ তালুকদারের ছেলে কবির তালুকদার (৫৯), তার দ্বিতীয় স্ত্রী এলাচি বেগম (৫০) ও জামাতা (একই সঙ্গে এলাচি বেগমের ছেলে) সুজন (৪০)।মামলার বাদী ও নিহত মহিমা বেগমের ছেলে হেলাল তালুকদার জানান, প্রায় ৩০ বছর আগে তার মা মহিমা বেগমের সঙ্গে আসামি কবির তালুকদারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার মা নির্যাতনের শিকার হন। পরে কবির তালুকদার তার মেয়ের শাশুড়ি এলাচি বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ ও নির্যাতন আরও বেড়ে যায়।

২০১৯ সালের ২৫ অক্টোবর দুপুরে যৌতুক না দেওয়ায় কবির তালুকদার, এলাচি বেগম ও সুজন মিলে পরিকল্পিতভাবে মহিমা বেগমকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করেন। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করেন তারা।মামলার তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন।রায় ঘোষণার পর বাদী হেলাল তালুকদার বলেন, “আমার মায়ের হত্যাকারীদের ফাঁসি হওয়ায় আমি আদালতের প্রতি কৃতজ্ঞ। ন্যায়বিচার পেয়েছি।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হোসনেয়ারা শিপু বলেন, “সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছেন। এই রায় সমাজে নারীর প্রতি সহিংসতা ও অপরাধ কমাতে ভূমিকা রাখবে।”