বরগুনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ : 2025-11-11 12:42:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বরগুনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে গণপ্রকৌশল দিবস ২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টায় বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সকাল ১০টায় বরগুনা আইডিইবি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্যে অনিমেষ বিশ্বাস বলেন, “যেখানে অন্যান্য বিভাগে প্রোমোশন রয়েছে, সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কেন বঞ্চিত হবেন? আমি আপনাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।”

সভাপতি ইঞ্জিনিয়ার মো. নিজাম উদ্দিন বলেন, “আন্দোলনের মধ্য দিয়েই আইডিইবির জন্ম। আমরা তখনও বৈষম্যের বিরুদ্ধে লড়েছি, এখনো লড়ছি। মাঠ পর্যায়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই তাদের মেধা ও শ্রম দিয়ে দেশের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার রেজাউল করিম।