বরগুনায় একই ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশ : 2025-09-07 10:14:11১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বরগুনায় একই ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামে একই ঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—দক্ষিণ ইটবাড়িয়ার খালেক মোল্লার ছেলে স্বপন মোল্লা (৩২) ও তার স্ত্রী আকলিমা (২৭), যিনি একই গ্রামের আব্বাস মৃধার মেয়ে। পুলিশ জানায়, ঘরের ভেতর থেকে আকলিমার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়, আর পাশের বারান্দায় স্বপনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহত আকলিমার বাবা আব্বাস মৃধা জানান, তাদের সংসারে অভাব-অনটনের কারণে প্রায়ই ঝগড়া হতো। তিনি ধারণা করছেন, পারিবারিক কলহের জেরে স্বপন স্ত্রীকে গলাকেটে হত্যার পর নিজেই আত্মহত্যা করে থাকতে পারেন। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বর্তমানে এলাকাটি ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখা হয়েছে। তদন্ত চলছে এবং একাধিক পুলিশ টিম কাজ করছে।”স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।