বরগুনায় উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা উসসাসের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত
প্রকাশ : 2025-08-04 18:40:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
“সবুজে গড়ি আগামীর বাংলাদেশ—
সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় স্কুল ও কলেজ ক্যাম্পাস জুড়ে বইছে সবুজের ছোঁয়া। উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস) এর আয়োজনে এবং নিজস্ব অর্থায়নে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি।
সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক অনিমেষ বিশ্বাস। এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুল, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই গাছগুলো একদিন ছায়া দেবে, ফল দেবে—আর আমরা গর্ব করে বলতে পারব, এগুলো আমরাই লাগিয়েছিলাম। আগে শুধু পাঠ্যবইয়ে গাছ লাগানোর উপকারিতা পড়তাম, আজ নিজের হাতে গাছ লাগিয়ে যে আনন্দ লাগছে, তা ভাষায় বোঝানো কঠিন।”
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, “উসসাসের এই আয়োজন শিক্ষার্থীদের শুধু বৃক্ষপ্রেমে ফেলেনি, বরং পরিবেশ সচেতনতাও তাদের মধ্যে গেঁথে দিয়েছে। এই উদ্যোগ যেন সারাদেশে ছড়িয়ে পড়ে—এটাই প্রত্যাশা।”
সংস্থার প্রধান নির্বাহী মো. অলিউল্লাহ্ ইমরান বলেন, সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ—এই চেতনাতেই আমরা মাসব্যাপী বরগুনা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। এই গাছগুলো একদিন প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে।”
বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসেন বলেন, পরিবেশ রক্ষা শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। উসসাসের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মধ্য দিয়ে তারা ভবিষ্যতের জন্য একটি উজ্জ্বল বার্তা রেখে গেল।”
অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু গাছ লাগানো নয়, বরং একটি প্রজন্মকে পরিবেশের প্রতি দায়বদ্ধ করে তোলার প্রয়াস। আমরা চাই, এই উদ্যোগ বরগুনা পেরিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ুক।”
বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, এফএম স্কুল, অক্সফোর্ড রেসিডেনশিয়াল মডেল স্কুলসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। সারা আগস্ট মাস জুড়ে এ কর্মসূচি চলমান থাকবে।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী কাশেম হাওলাদার, মো. হৃদয় হোসেন, উসসাসের সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার, সহ-সভাপতি মো. ইয়াকুব হোসেন, কালেক্টরেট স্কুলের শিক্ষক তারিক বিন আনসারি সুমন, আহসান আহমেদ নোমান, মহোরার মো. নাইম, উসসাসের স্বেচ্ছাসেবক টিম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।