বরগুনার সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশ : 2025-04-06 10:41:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বরগুনার সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের মতবিনিময়

প্রথমবারের মতো বরগুনার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় যুগ্ম সচিব ফয়সাল মাহমুদ শান্ত। শনিবার (৫ এপ্রিল) বিকেল ৫টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় নাগরিক পাটি, বরগুনা জেলার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই ফয়সাল মাহমুদ শান্ত তার স্বাগত বক্তব্যে বলেন, এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য দরকার রাজনৈতি, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে মুক্তি এবং জন সচেতনতা। আমরা দেখেছি বিগত সরকারের যারা এমপি ছিলো তারা চাঁদাবাজি, মাদক ব্যাবসাসহ নানা সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়েছে। এদেশের খেটে খাওয়া মানুষের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। এ অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা খুবই অনুন্নত। চিকিৎসকের অভাব। আমরা দেখেছি এই অনুন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য রাজনৈতিক নেতারা কোনে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা মনে করি এনসিপির কাজই হবে এ সকল অনুন্নত ব্যবস্থার একটা দৃশ্যমান পরিবর্তন আনা। বরগুনা জেলার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এ অঞ্চলের মানুষের দাবি রেললাইনের, সুপেয় পানির। যে দলই ক্ষমতায় আসুক আমরা তাদেরকে বাধ্য করবো বরগুনার মানুষের এসকল দাবি বাস্তবায়নে। তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষের ভাষাকে রাজনৈতিক ভাষায় রূপান্তর করতে। বরগুনার চাঁদাবাজি, দুর্নীতি অপসারণে জনগণের সাথে এনসিপির নেতা-কর্মীরা সব সময় পাশে থাকবে। সবশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,  খুব শীঘ্রই প্রতিটা জেলা উপজেলায় এনসিপির কমিটি গঠন করা হবে। 

কা/আ