বরগুনার বামনা উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির ও সম্পাদক মুন্না
প্রকাশ : 2025-11-15 15:18:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বামনা উপজেলা শাখার ২৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে নাসির জোমাদ্দারকে সভাপতি এবং সজীব হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদের নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে যারা আছেন—সিনিয়র সহ-সভাপতি: তাওহীদ হোসেন মোল্লা, সহ-সভাপতি: সাইমুন ইসলাম রেজাউল, সিয়াম খান অভি, বেল্লাল হোসেন, সাইফুল ইসলাম রাজীব, জিসান মাহমুদ ও ইমরান সিকদার হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: তোফায়েল আহমেদ তপু, যুগ্ম সাধারণ সম্পাদক: আসাদুল ইসলাম, জোবায়ের আদনান খোকন ও সোহাগ হোসেন নাসির, সহ-সাধারণ সম্পাদক: মোঃ জিয়া ও সোলাইমান।
অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা—সাংগঠনিক সম্পাদক: সুজন মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ রুমি শরীফ, হাফিজুল ইসলাম হাফিজ ও ইমরান নাজির ,প্রচার সম্পাদক: মোঃ রাজু , সহ-প্রচার সম্পাদক: মোঃ মাহিন, দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদ মর্যাদায়): ইফাদ খন্দকার, সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদায়): মোঃ জাহিদ হাসান, সহ-দপ্তর সম্পাদক: জিহাদ, অর্থ সম্পাদক: মোঃ রাফি খান, সদস্য: মোঃ ইমন হোসেন। কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।