বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে ফেনী যাচ্ছেন ত্রাণ উপদেষ্টা
প্রকাশ : 2024-08-22 16:07:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দেশের চলমান বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে ফেনী সফরে যাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম ৷ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: এনায়েত হোসেন বলেন, আজ বেলা ফেনী সফরে যাবেন উপদেষ্টা। তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তীতে আরও নির্দেশনা দেবেন৷
এ সফরে আরও সঙ্গী হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এবং জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন৷
সা/ই