বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনীর টোল ফ্রি নম্বর চালু

প্রকাশ : 2022-06-18 12:25:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনীর টোল ফ্রি নম্বর চালু

সুনামগঞ্জে উদ্ধারকাজ করছে সেনাবাহিনীসুনামগঞ্জে উদ্ধারকাজ করছে সেনাবাহিনী

সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য টোল ফ্রি নম্বর চালু করেছে সেনাবাহিনী। বিনামূল্যে এসব নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।

শনিবার (১৮ জুন) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। এসব নম্বরে বিনামূল্যে ফোন দিয়ে সেনাবাহিনী সহায়তা নেওয়ার জন্য বলা হয়েছে।

সেনাবাহিনী-1

নম্বরগুলো হচ্ছে- 01769177266, 01769177267, 01769177268, 01852788000, 01852798800, 01852804477, 01987781144, 01993781144, 01995781144, 01513918096, 01513918097, 01513918098