বজ্রযোগিনী মানব সেবা ফাউন্ডেশনে উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ : 2026-01-09 18:18:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না"এমন জীবন তুমি করিও গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন।মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের সুয়াপাড়ায় (বজ্রযোগিনী মানব সেবা ফাউন্ডেশনে) উদ্যোগে ও সায়াপাড়া মানব সেবা ফাউন্ডেশনে সার্বিক সহযোগিতা।
শুক্রবার ৯ জানুয়ারি সকালে তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ফাউন্ডেশনটি।বজ্রযোগিনী মানব সেবা ফাউন্ডেশনে প্রতিষ্ঠাকালীন হতে বিভিন্ন সময় অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী অসহায় দরিদ্র ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন প্রকৃতিক দুর্যোগের সময় মানুষের কাছে পৌঁছে হাত বাড়িয়েছে মানবতার।
কম্বল বিতরণের সময় উপস্থিত হন বজ্রযোগিনী মানবসেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাকালীন সদস্যরা, এছাড়াও উপস্থিত ছিলেন বজ্রযোগিনী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ফাউন্ডেশনের সদস্য বৃন্দ গন।