বঙ্গমাতার জন্মবার্ষিকীতে শ্রীনগরে আলোচনা সভা ও সেলাই মেসিন বিতরণ
প্রকাশ : 2022-08-08 19:14:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৮ আগষ্ট সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় এ অনুষ্ঠান উদযাপিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরার জন্য আলোচনা সভায় বিভিন্ন বক্তারা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ধারা ও মানবিক গুণাবলীর উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগন্জ ১-আসনের এম পি মাহি বদরুদ্দোজা চৌধুরী। তিনি সভায় উপস্থিত জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষনার্থী কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আদর্শে উজ্জীবীত হয়ে মানবিক গুণাবলীর অধিকারী হওয়া উচিত ।
বিশেষ অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন । আর বক্তব্য রাখে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ শাকিল আহাম্মেদ, কৃষি কর্মকর্তা শান্তনা রণী, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস , সমাজ সেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী , ও সি তদন্ত কামরুজ্জামান , জেলা পরিষদের সদস্য ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন , শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম , জেলা যুবলীগের সহসভাপতি বাবু স্বপন রায় ও আছিয়া আক্তার রুমু প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষনার্থীদের মধ্যে ০৬ জন কর্মীকে সেলাই মেশিন উপহার দেয়া হয়।