বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর প্রথম চালানের মালামাল এলো মোংলায়

প্রকাশ : 2022-08-07 21:28:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর প্রথম চালানের মালামাল এলো মোংলায়

গত ২৯ নভেম্বর, ২০২১ বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ ডাবল-লাইন ডুয়েল-গেজের এই রেল সেতু নির্মাণের ফলে এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার প্রভুত উন্নতি হবে। এই ডুয়েলগেজ ডাবল-ট্র্যাক সেতুটি দেশের বৃহত্তম ডেডিকেটেড রেল সেতু হবে।

তারই ধারাবাহিকতায় ৬ আগষ্ট, ২০২২ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ প্রকল্পের জন্য ফ্যাবরিকেটেড স্টিল ট্রাস মেম্বার উইত্থ লেটারাল ফোর্স সাপোর্ট (প্রজেক্ট কার্গো) এর ১ম চালান নিয়ে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি উহইওন হোপ মোংলা বন্দরের ৭নং জেটিতে নোঙ্গর করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশে একের পর এক বৃহৎ মেগা প্রকল্পের মালামাল মোংলা বন্দর দিয়ে আমদানি হচ্ছে, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় মোংলা বন্দর এখন বিশ্বমানের বন্দরে রূপান্তরিত হয়েছে। বন্দরের সক্ষমতা বেড়েছে কয়েক গুন। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকার গার্মেন্টস পন্যসহ অন্যান্য সকল ব্যবসায়ীদের মোংলা বন্দর ব্যবহারের প্রতি আগ্রহ বেড়েছে। এর সুফল হিসাবে মোংলা বন্দর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।