বঙ্গবন্ধু ভলিবল: অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
প্রকাশ : 2022-12-26 19:30:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্বাগতিক বাংলাদেশ। তুমুল প্রতিদ্বন্দ্বিতা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রুদ্ধশ্বাস ফাইনালের লড়াই শেষে শেষ হাসি স্বাগতিকদেরই। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ফাইনালে পিছিয়ে পড়েও বাংলাদেশ ৩-২ সেটে কিরগিজস্তানকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জিতে নেয়।
প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে ২৫-১৫ পয়েন্টে ও তৃতীয় সেটে ২৫-২২ পয়েন্টে টানা দুই সেট হারে স্বাগতিকরা। তবে চতুর্থ সেটেই ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ ২৫-১৯ পয়েন্টে জিতে। আর পঞ্চম ও শেষ সেট ১৮-১৬ পয়েন্টে জিতে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শেখ ইসমাইল হোসেন। সেরা সেটার আল আমিন, সেরা লিবারু মো. শাওন আলী (বাংলাদেশ), টুর্নামেন্ট সেরা জিয়ানবেক উলু (কিরগিজস্তান)। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সেনাপ্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দুই দল নেপাল ও শ্রীলংকা।
প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠান আয়োজন খুবই কঠিন। তা করে দেখিয়েছে ভলিবল ফেডারেশন। এ জন্য তাদেরকে ধন্যবাদ। গৌরবের বিজয়ের মাস। এ মাসে শিরোপা জেতায় ধ্যনবাদ জানাই খেলোয়াড়দের। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন। সেই সঙ্গে খেলাধূলাকেও সমান গুরুত্ব দিয়েছেন। এ জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রীকে।’
তিনি আরো বলেন, ‘ফাইনালের দুটি দলই অসাধারন খেলেছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশকে।’ ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোন বিকল্প নেই। তরুণ সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করতে হবে।’