বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ভাষাবীর এম এ ওয়াদুদের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ : 2021-08-28 12:09:11১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ভাষাবীর এম এ ওয়াদুদের মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাবা ভাষাসংগ্রামী এম এ ওয়াদুদের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী এম এ ওয়াদুদ ১৯২৫ সালের ১ আগস্ট চাঁদপুরের রাঢ়ির চর গ্রামে জন্মগ্রহণ করেন।

 এম. এ. ওয়াদুদ গণতান্ত্রিক যুবলীগ (১৯৪৮), পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ (১৯৪৮) ও কেন্দ্রীয় কচিকাঁচার মেলার (১৯৫৬) প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। মরহুম এম এ ওয়াদুদ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ (১৯৪৯), সাপ্তাহিক ইত্তেফাক (১৯৪৯) ও দৈনিক ইত্তেফাক (১৯৫৩) প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য ছিলেন ওয়াদুদ।১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে ১৯৮৩ সালের ২৮ আগস্ট মৃত্যুর আগ পর্যন্ত বাঙালির ভাষা, স্বাধিকার ও অর্থনৈতিক মুক্তির সব আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ওয়াদুদ।

ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে ১৯৪৮ সালে একবার এবং ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত দ্বিতীয়বার কারাবরণ করেন।

১৯৫৪ সালে ৯২ (ক) ধারা জারি করে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করার পর ছাত্র আন্দোলনকে স্তিমিত করার জন্য আবার এম. এ. ওয়াদুদকে কারারুদ্ধ করা হয়। ১৯৪৯ সালে বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তৎকালীন শাসকদের রোষের শিকার হয়ে দীর্ঘদিন আত্মগোপন করতে তিনি বাধ্য হন। ১৯৪৯ সালে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বঙ্গবন্ধুসহ এম. এ. ওয়াদুদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন।

১৯৭৮ সালে সামরিক সরকারের সঙ্গে হাত মিলিয়ে মন্ত্রিত্ব গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে তিন বার বিভিন্ন মেয়াদে এম. এ. ওয়াদুদ কারাবরণ করেন। সামরিক শাসনের সময়ে তার বিরুদ্ধে বারবার মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হয়।ডায়াবেটিক ফুট সার্জারিতে বিশেষজ্ঞ শল্যচিকিৎসক জাওয়াদুর রহিম ওয়াদুদ (টিপু) তার একমাত্র ছেলে।