বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জুয়েলের মনোনয়ন ফরম উত্তোলন
প্রকাশ : 2022-12-27 18:14:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের নিকট থেকে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন। সেসময় তার পিতা আলহাজ্ব আবুল হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কামরুল হাসান সিদ্দিকী জুয়েল জানান, এলাকার উন্নয়ন ও জনগণের সেবামূলক কাজ করার লক্ষ্য নিয়ে আমি বগুড়া-৪ আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আশাকরি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়ন ও জনগণের সেবামূলক কাজ করার সুযোগ দিবে।