বগুড়া-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সেলিম সরকার রেজা
প্রকাশ : 2025-12-24 13:40:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম গ্রহণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন। মনোনয়ন ফরম সংগ্রহের সময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি খোরশেদ আলম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি এস এম মিনহাজুল ইসলাম, ক্রিয়া সম্পাদক সাজ্জাত ইসলাম, শিবগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমূখ।
মনোনয়ন ফরম সংগ্রহের পর সেলিম সরকার বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা আশাবাদী, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।