বগুড়া জেলা বিশেষ শাখার শ্রেষ্ঠ অফিসার মানিক মিয়া

প্রকাশ : 2023-11-30 16:06:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়া জেলা বিশেষ শাখার শ্রেষ্ঠ অফিসার মানিক মিয়া

বগুড়া জেলা বিশেষ শাখার (ডিএসবি) শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন নন্দীগ্রাম উপজেলায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. মানিক মিয়া। রাজনৈতিক ও গোয়েন্দা তথ্য প্রদানে বিশেষ অবদান রাখায় জেলা বিশেষ শাখার এই অফিসারকে দক্ষতার ভিত্তিতে পুরস্কৃত করা হয়।

 মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অক্টোবর মাসে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ উপপরিদর্শক (এসআই) মো. মানিক মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, আব্দুর রশিদ, মোতাহার হোসেন, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ও নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ওমর আলী প্রমুখ। 

 

সান