বগুড়া জেলার শ্রেষ্ঠ ওসি নন্দীগ্রাম থানার আনোয়ার হোসেন
প্রকাশ : 2022-08-12 19:22:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়া জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। বৃহস্পতিবার বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন। অপরাধ, মাদক প্রতিরোধ ও আইনশৃক্সখলার উন্নতি অব্যাহত রাখায় আনোয়ার হোসেনকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়। জানা গেছে, আনোয়ার হোসেন নন্দীগ্রাম থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে আইনশৃক্সখলা পরিস্থিতি উন্নতিসহ অপরাধী-মাদককারবারিদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করছে। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।