বগুড়া আদমদীঘিতে প্রধানমন্ত্রী উপহারের ৪০ টন চাল বিতরণ

প্রকাশ : 2023-06-26 18:45:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়া আদমদীঘিতে প্রধানমন্ত্রী উপহারের ৪০ টন চাল বিতরণ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার এতিমখানা, লিল্লাহ বোডিং ও অনাথ আশ্রমে সামাজিক কল্যাণে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে ৪০ টন চাল উপজেলার ৩৭ টি প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চালের ডিও বিতরণ করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, যুগ্ম সম্পাদক শামীম উল ইসলাম খন্দকার, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু সহ বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোডিং ও অনাথ আশ্রমের প্রধানগণ।