বগুড়ায় ৫শ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রেতা গ্রেফতার
প্রকাশ : 2023-06-25 18:50:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজা সহ ইউনুস আলী মন্ডল (৩৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে রবিবার আদালতে পাঠিয়েছে।
পুলিশ জানায়, উপজেলা সদরের কুসুম্বী সোনারপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে ইউনুস আলী মন্ডল পার্শ্ববর্তী সুদিন গ্রামের পশ্চিম পাড়া সন্যাসতলী মন্দিরের সামনে গাঁজা বিক্রি করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ১২ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক তারেক হোসেন বলেন, ৫শ গ্রাম গাঁজা সহ ইউনুস আলী মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে রবিবার আদালতে প্রেরণ করা হয়।