বগুড়ায় হাইব্রীড ‘হোয়াইট রকেট’ মাঠ দিবস পালিত
প্রকাশ : 2023-11-29 10:22:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মঙ্গলবার বগুড়া সদরের মহিষবাথান গ্রামে শতাধিক কৃষক, স্থানীয় বীজ ব্যবসায়ী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তাদের নিয়ে লাল তীর সীড লিমিটেড উদ্যোগে বাজারজাতকৃত হাইব্রীড মুলা ‘হোয়াইট রকেট’ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাল তীর সীড লিঃ ডিভিশনাল ম্যানেজার কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, (পিডিএস এন্ড ট্রেনিং) ম্যানেজার জহুরুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার রেজাউল করিম, টেরিটরি ম্যানেজার আব্দুল আজিম’সহ হোয়াইট রকেট মুলা চাষকারী আদর্শ কৃষকবৃন্দ। মাঠ দিবসে স্থানীয় কৃষকরা জানান, আমরা বিভিন্ন জাতের মুলার চাষ করলেও হোয়াইট রকেট মুলা সকল জাতের সেরা। অন্যান্য জাতের তুলনায় ৫-৭দিন আগাম এবং বৃষ্টি ও তাপ সহনশীল হওয়ায় এলাকায় কৃষকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
এবছরে মুলার আকার, আকৃতি, রং ও ফলন অন্যান্য জাতের তুলনায় অনেক ভালো হয়েছে। পরবর্তীতে আমরা হোয়াইট রকেট মুলার চাষ করবো।
সান