বগুড়ায় শিশু ধর্ষণে অভিযুক্ত আসামি গ্রেপ্তার
প্রকাশ : 2025-03-17 13:35:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ায় বহুল আলোচিত ৬ বছরের দুই শিশুকে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা মামলার আসামি মো. নূর ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গতকাল রাতে কাহালু থানাধীন পাইকর শাহানাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামি নুর আলম নুরু পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং পেশায় দিনমজুর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
সা/ই