বগুড়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
প্রকাশ : 2023-09-24 14:24:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক পবিত্র চন্দ্র মহন্ত, কোষাধ্যক্ষ রণজিত কুমার শীল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম পৌর ও ৫টি ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ কমিটির প্রতিনিধিবৃন্দ।