বগুড়ায় রেলওয়ে পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১

প্রকাশ : 2023-12-07 17:33:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়ায় রেলওয়ে পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে পুলিশ এক অভিযান চালিয়ে আট কেজি গাঁজা সহ আসলাম হোসেন(৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । 

গ্রেপ্তারকৃত আসলাম হোসেন নাটোর জেলার তেবারিয়া এলাকার জয়েন উদ্দীনের ছেলে। এব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান,ঢাকা থেকে লালমনিহাটগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেন গত বুধবার সন্ধ্যায় নাটোর ষ্টেশনে এসে থামলে আসলাম হোসেন নামের ওই মাদক ব্যবসায়ী একটি ট্রাভেল ব্যাগ নিয়ে ষ্টেশনের প্রধান ফটক পার হওয়ার সময় রেল পুলিশ তাকে আটক করে । পরে ওই ব্যাগ তল্লাশী করে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । আসলাম হোসেনকে গতকাল বৃহস্পতিবার বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

 

সান