বগুড়ায় রথযাত্রায় ৬ জনের মৃত্যু, আনন্দ রূপ নিলো বিষাদে
প্রকাশ : 2024-07-07 20:18:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ থেকে ৩৫ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (৭ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়েছে। বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ ৬ জনের মৃত্যুও কথা নিশ্চিত করেছেন।
জানা গেছে, সেউজগাড়ী থেকে রথযাত্রাটি কালার বাজার এলাকায় আমতলা মোড়ে পৌঁছলে রথে বিদ্যুতের তার স্পর্শ করে। এবং সাথে সাথে রথে থাকা মানুষেরা বিদ্যুৎপিষ্ট হয়ে লুটিয়ে পড়ে। রথে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন এসে উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়। খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীসহ অন্য কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।
নিহতদের মধ্যে চার জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন রনজিতা, অলোক, আতশী, নরেশ।