বগুড়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2023-05-23 17:28:19১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
স্মার্ট ভূমি সবায় ভূমি মন্ত্রণালয়; এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, অনলাইনে সকল ভূমি সেবা, প্রধানমন্ত্রীর উপহারের ভূমিহীন ও গৃহহীনদের ঘরের দলিল হস্তান্তর সহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ পালিত হচ্ছে।
২২মে হতে ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহের প্রথম দিন শোভাযাত্রা, অনলাইনে ভূমি সেবা প্রদান করা হয়। দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ভূমি অফিসের কানুগো সুনীল চন্দ্র সরকার, নাজির রথীন্দ্র নাথ রায় প্রমুখ।
পরে উপজেলার ভূমি মালিকদের অনলাইনে ভূমি সেবা নিয়ে চিত্রপ্রদর্শন ও ৮৪ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরের দলিল সহ গাছের চারা তুলে দেয়া হয়।