বগুড়ায় বিদ্যুৎ পৃষ্ঠে শ্রমিকের মৃত্যু

প্রকাশ : 2023-09-11 17:44:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়ায় বিদ্যুৎ পৃষ্ঠে শ্রমিকের মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলার কৈকুড়ি গ্রামে পুকুরে পানি সেচ দেয়ার জন্য বসানো বৈদ্যুতিক মোটরের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মনির হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত মনির হোসেন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,উপজেলার কৈকুড়ি গ্রামে মুন্দাপুকুর নামের একটি পুকুর লিজ নিয়ে ব্যবসায়ী হারুনুর রশিদ ভোলা মাছ চাষ করে আসছিল। সোমবার সকালে ওই পুকুরে কাজ করার সময় শ্রমিক মনির হোসেন পুকুরে পানি সেচ দেয়ার জন্য বসানো বৈদ্যুতিক মোটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুতায়িত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা জানান,মৃত ব্যক্তির পরিবার থেকে বাদী না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।