বগুড়ায় বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার
প্রকাশ : 2023-08-17 11:06:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে স্টিলের বার্মিজ চাকু সহ আমিরুল ইসলাম (৩২)নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজার এলাকার ব্রীজ সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই যুবক কাহালু উপজেলার কালুসাকাটিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়,মঙ্গলবার রাতে রাত্রিকালীন ডিউটি করার সময় পশ্চিম বাজার ব্রীজ এলাকায় রাস্তায় সন্দেহ জনক ভাবে যুবক আমিরুল ইসলাম ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর ওই যুবককে তল্লাশি করলে তার কাছ থেকে স্টীলের একটি বার্মিজ চাকু পাওয়া যায়। থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা জানান, এঘটনায় থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান,গ্রেপ্তারকৃত আমিরুল ইসলামের নামে সাভার থানায় একটি অস্ত্র আইনে মামলা ও কাহালু থানায় মামলা রয়েছে।