বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের মালামাল চুরি

প্রকাশ : 2023-10-08 18:10:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের মালামাল চুরি

আদমদীঘির শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। গত শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাতে বিদ্যালয়ের লাইব্রেরি ও অপর কক্ষের দরজার তালা ভেঙ্গে চোরেরা ফ্যান, ঘড়িসহ বিপুল পরিমান মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

প্রধান শিক্ষক আবু জাফর জানান, গত বৃহস্পতিবার (৫অক্টোবর) বিকেলে বিদ্যালয় ছুটি শেষে প্রতিদিনের মতো অফিস ও শ্রেনি কক্ষের দরজায় তালা দিয়ে সকল শিক্ষক বাড়ি যান। গতকাল রোববার (৮ অক্টোবর) সকালে বিদ্যালয় খুলতে এসে দেখা যায় অফিস কক্ষ ও অপর শ্রেনি কক্ষের দরজার তালা ভাঙ্গা। এরপর খোঁজ নিয়ে দেখেন চোরচক্র বিদ্যালয়ের দুইটি সিলিং ফ্যান, একটি অকেজো নলকুপের মাথা, একটি ডিজিটাল ঘড়ি, একটি তামার বেল ঘন্টা ও ৩০ কেজি ওজনের টুল বেঞ্চের লোহার এ্যাংগেলসহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।

 

সান