বগুড়ায় পুকুর খননকালে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
প্রকাশ : 2024-01-30 15:19:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে পুকুর খননকালে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। বর্তমানে মূর্তিটি নন্দীগ্রাম থানা পুলিশ হেফাজতে রয়েছে।
জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামের সিরাজুল ইসলামের পুকুর ভেকু দিয়ে খননকালে সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মূর্তিটি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে নন্দীগ্রাম থানার এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসআই শরিফুল ইসলাম জানান, মূর্তিটির ওজন ২০ কেজি ২০০ গ্রাম। যা দেখতে কষ্টিপাথরের মতো কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে না। আর মূর্তিটির মূল্যে কতো হবে তাও বলা সম্ভব হচ্ছে না।
স্থানীয়রা জানান, ইতোপূর্বেও এই পুকুর সংস্কারকালে আরো একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গিয়েছিলো। ধারণা করা হচ্ছে, প্রাচীনকালে সনাতন ধর্মাবলম্বীরা এই পুকুরে মূর্তি বিসর্জন দিয়ছিলো। তাই পুকুর সংস্কার-খননকালে এ পর্যন্ত ২টি কষ্টিপাথরের মূর্তি পাওয়া যায়।
সান