বগুড়ায় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা
প্রকাশ : 2025-07-23 11:44:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে মুদির দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের শিমলা বাজার মনিটরিংকালে আব্দুল বাকী (২৭) এর মুদির দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রত্যেক দোকান মালিক এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।