বগুড়ায় নর্থ বেঙ্গল উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন
প্রকাশ : 2023-06-19 16:22:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফুলে ফলে ভরবো দেশ আমার সোনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে ১৯ই জুন২৩ সোমবার বগুড়া গাবতলীর উজগ্রামে নর্থবেঙ্গল উন্নয়ন সংস্থার উদ্যোগে উজগ্রাম স্টারভিটা আদর্শ গ্রামের রাস্তার দুপাশে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন নর্থবেঙ্গল উন্নয়ন সংস্থার সভাপতি মোনারুল ইসলাম, দক্ষিনপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম সাইফুল, সহ-সভাপতি শামীমা বেগম, কোষাধক্ষ রাসেল মিয়া, নির্বাহী সদস্য মশিউর রহমান, নিয়ামুল হক, সবুজ মিয়া, মোনারুল ইসলাম, শাকিল মিয়া, লিমন মিয়া, বজলুল করিম, ফারুকুল ইসলাম, সাবু মিয়া, জামাল হোসেন, রুমি বেগম, রবিউল ইসলাম, হাবিবা বেগম, নিলুফা ইয়াসমিন, শাহিনুর সিলাম, সালজার রহমান, পলাশ মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।