বগুড়ায় ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
প্রকাশ : 2023-07-09 13:26:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের উত্তর পাশে ছাতিয়ানগ্রাম এলাকায় মালবাহি ট্রেন থেকে পড়ে গিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪০) মারা গেছেন। শনিবার দুপুর বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, শনিবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ পার্বতীপুর থেকে সান্তাহারগামী একটি মালবাহি ট্রেন ছাতিয়ানগ্রাম এলাকা ছেড়ে আসার পর স্থানীয় লোকজন রেললাইনের পাশে ওই ব্যক্তিকে অর্ধমৃত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করার পর লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শেখ মাহাবুব আহম্মেদ বলেন, স্থানীয় লোকজন দুপুর আনুমানিক ১টা নাগাদ ওই ব্যক্তিকে এখানে নিয়ে আসেন। এখানে নিয়ে আসার প্রায় ১৫ মিনিট আগেই ওই ব্যক্তি মারা গিয়েছিলেন। ওসি মোক্তার হোসেন বলেন, লাশ থানায় নিয়ে এসে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।