বগুড়ায় ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে বড় বোনের আত্মহত্যা
প্রকাশ : 2023-05-05 21:06:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে বড় বোন আয়েশা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রী গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের রাসেল হোসেনের বড় মেয়ে। হতদরিদ্র রাসেল হোসেন একটি স' মিলে কাজ করে।
আয়েশা খাতুন চাকলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে লেখাপড়া করতো। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০ টার দিকে আয়েশা খাতুন ও ওবায়দুল ইসলামকে বাড়িতে রেখে তাঁদের মা অলেদা খাতুন কাজে বের হয়।
এরপর বড় বোন আয়েশা খাতুনের সাথে ছোট ভাই ওবায়দুল ইসলামের ঝগড়া হয়। সেই ঝগড়ার কারণে আয়েশা খাতুন অভিমান করে শয়ন ঘরের সেলিং ফ্যানের সাথে গলায় দড়ি পেঁয়েছি ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, আত্মহত্যার ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আয়েশা খাতুনের মরদেহের ময়না তদন্ত শেষে তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।