বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন
প্রকাশ : 2023-07-09 13:41:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোঃ জসিম (৩৮) নামের এক রঙমিস্ত্রী খুন হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে শহরের চকলোকমান দোতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসিম ঐ এলাকার রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চকলোকমান এলাকার রাব্বি নামের এক যুবকের সাথে নিহত জসিমের গতকাল ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয়। ওই ঘটনার সূত্র ধরে রাব্বি জসিমের সাথে ঘটনার আগে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে রাব্বি তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জসিমের বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন বনানী ফাড়ির এসআই সাজ্জাদুল হক। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।